শিতের সকাল
শিতের সকাল একটি অন্য রকম সকাল । শীতের সকাল খুব মনোরম ও শান্তিপূর্ণ সকাল । শিতের সকালে কুয়াশায় চারদিক ঢাকা থাকে, সূর্যের আলো দেরিতে দেখা যায়। গাছপালা, ঘাসে শিশির বিন্দু জমে মুক্তোর মতো ঝলমল করতে থাকে । এই সকালে কৃষকরা মাঠে কাজ করতে যায় কিন্তু বড়লোকরা কাঁথা দিয়ে ঘুমাই , অনেক গরিব মানুষরা কাঁথা-মোড়ানো থাকে। আবার অনেকের কাছে এই সকাল একটু বেশি আনন্দদায়ক—পিঠা, খেজুরের রস, নলেন গুড় খাওয়ার উৎসবে মেতে ওঠে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url